ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে উপকূল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ
আগস্ট ৬, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপকূলে ট্রলারডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে টেকনাফ সদরের হাবিবছড়া নৌঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম জানান, সকালে স্থানীয়রা হাবিবছড়া নৌঘাটে এসব লাশ দেখতে পেয়ে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। লাশ এবং তাদের পোশাক দেখে মনে হচ্ছে নিহত সবাই রোহিঙ্গা।

স্থানীয়রা জানান, সকালে লাশগুলো দেখতে পেয়ে লোকজনের মাঝে আতংক বিরাজ করছিল। লাশের বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি।এদিকে ঘাটে লাশ গুলো পঁচে গেলে মারাত্মকভাবে দুর্গন্ধ ছড়াতে পারে তাই স্থানীয়রা অন্যকোন উপায় না পেয়ে লাশগুলো উদ্ধার করেছেন।

স্থানীয়রা জানান, বর্ষার শেষের দিকে আবার সাগর পথে যাত্রা শুরু করেছে রোহিঙ্গা ও স্থানীয়রা। তারা হয়তো অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে মাঝ সমুদ্রে ট্রলার ডুবে তাদের মৃত্যুের হয়েছে বলে ধারনা করছেন তারা।

টেকনাফ থানার ওসি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। এই মুহুর্তে আমাদের মাঠে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছিনা। তবে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে লাশের বিষয়ে জেনেছি। স্থানীয়রা যেহেতু লাশগুলো উদ্ধার করেছে তারা সেগুলো ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠাবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST