ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজে আসছে না শিলখালী খালের ওপর নির্মিত ব্রিজ

আজিজুল হক, পেকুয়াঃ
জুলাই ১৩, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আজিজুল হক, পেকুয়াঃ সংযোগ সড়ক না থাকায় পেকুয়ার বারবাকিয়া চড়াপাড়া সড়কের শিলখালী খালের ওপর নির্মিত জনগুরুত্বপূর্ণ ব্রিজটি জনগণের কোনো কাজে আসছে না। ফলে বিকল্প তৈরি নড়বড়ে কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়। এতে খাল পারাপারে চরম ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বারবাকিয়া চড়াপাড়া সড়কের শিলখালী প্রবহমান খালের ওপর নির্মিত ব্রিজের দৃশ্য। ব্রিজের কাজ শেষ হলেও দুই পাশে মাটি দিয়ে চলাচলের কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। এ ব্রিজ নির্মাণের সময় তৈরি করা হয়েছিল প্রবহমান খালের ওপর দুই ফুট প্রস্থের একটি কাঠের সেতু। পাটাতনের তক্তার অবস্থাও নড়বড়ে। এটি এখন চলাচলের একমাত্র ভরসা স্থানীয় এলাকাবাসীর। পারাপারে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজীউল ইনসান বলেন, সংযোগ সড়ক তৈরি করে দিলে ব্রিজটি ব্যবহার করা যেত।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পেকুয়ার উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, ব্রিজের অ্যাপ্রোচ সড়কের ভ্যারিয়েশন অনুমোদনের জন্য হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ব্রিজের বাকি কাজ দ্রুত শেষ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি কিছুদিন আগে জেলা উন্নয়ন সমন্বয় সভায় অবগত করেছিলাম। বরাদ্দ আসলে বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST