ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে সাড়ে নয় বছরে পাচার ১১৬১ জন

অনলাইন ডেস্কঃ
জুলাই ৩০, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

২০১৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত চট্টগ্রাম থেকে অন্তত ১ হাজার ১৬১ জন পাচারের শিকার হয়েছেন। পাচারের শিকার ভুক্তভোগীদের মধ্যে নারী, শিশু, তরুণ আর যুবক রয়েছেন। আর তাদের অধিকাংশই মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে পাচারের শিকার হয়েছেন। এমন তথ্যই উঠে এসেছে ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশানের (ইপসা) জরীপে।

সংস্থাটির মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পের কর্মকর্তারা জানান, ২০১৫ সাল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটি প্রকল্পে চট্টগ্রাম থেকে ৮৬৫ জনকে দেশের অভ্যন্তরে ও বিদেশে পাচারের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এরপর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত পাচারের তথ্য উঠে আসে আরেকটি প্রকল্পে। এই সময়ে নতুন করে আরও ২৯৬ জনকে চট্টগ্রাম থেকে দেশের অভ্যন্তরে ও বিদেশে পাচারের তথ্য পেয়েছে ইপসা। সেই হিসেবে সব মিলিয়ে গেল সাড়ে ৯ বছরে চট্টগ্রাম থেকে পাচারের শিকার হয়েছেন মোট ১ হাজার ১৬১ জন।

ইপসার প্রতিবেদন অনুযায়ী, এসব ভুক্তভোগীর অধিকাংশকেই শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। পাচারের গন্তব্য হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ওমান, কাতার ও কম্বোডিয়া। পাচারের শিকার এসব ভুক্তভোগীদের ভাগ্যে জুটে সীমাহীন দুর্ভোগ। পাচারের পথেই অধিকাংশ ভুক্তভোগী যৌন সহিংসতার শিকার হন। আবার পাচারের শিকার নারীদের অধিকাংশকেই যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে পাচার হওয়া নারীরা চরম মাত্রার যৌন নির্যাতনের শিকার হন, অনেক ক্ষেত্রে পাচারের পর একই পরিবারের একাধিক পুরুষ সদস্য একজন নারীকে বারবার নির্যাতন করেন। এর বাইরে অধিকাংশ শিশু, তরুণ ও যুবকদের ভ‚মধ্যসাগর দিয়ে পাচার করা হয়, নৌপথে তাদেরও যৌন নির্যাতনের শিকার হতে হয়। পাচারের পর তাদের ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়।

ইপসার মানব পাচার সংক্রান্ত প্রকল্পে ফাইট স্ল্যাভারি এন্ড ট্রাফিকি ইন পারসনের (এফএসটিআইপি) প্রোগাম ম্যানেজার হোসনে আরা রেখা বলেন, ‘এই প্রকল্পে কাজের সুবাদে আমার যে অভিজ্ঞতা, তাতে মনে হয়েছে চট্টগ্রাম অঞ্চল থেকে অধিকাংশই পাচারের শিকার হন জীবিকার কারণে। এই অঞ্চলে জীবিকা তুলনামূলক কঠিন হওয়া প্রান্তিক এলাকার মানুষ সহজে পাচারকারীদের ফাঁদে পড়েন। এমনও হয়েছে যে অনেকেই বৈধভাবে ঝুঁকিমুক্ত কাজের ভিসা দিয়ে মধ্যপ্রাচ্যে গেছে জীবিকার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সেই ভিসাটি ভুয়া। অজান্তেই তারা পাচারের শিকার হন। পাচারের শিকার এসব মানুষের ভাগ্যে জুটে অবর্ণনীয় দুর্ভোগ।’

দেশের যেসব এলাকার মানুষ তুলনামূলক বেশি পাচারের শিকার হন, এরমধ্যে চট্টগ্রাম অন্যতম বলে জানান তিনি। এদিকে মানব পাচার রোধে ২০১২ সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন করে সরকার। এরপরও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক চিহ্নিত পাচারকারী প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এসব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই।

প্রসিকিউশন সংশ্লিষ্টদের অসতর্কতা, এজাহারের ফাঁকফোকর ও আইনের দুর্বলতার কারণেই তারা ছাড় পাচ্ছেন বলে মনে করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বলেন, মানব পাচারের অধিকাংশ মামলা খুবই দুর্বল এজাহারে দায়ের করা হয়। আইনে মানব পাচারকারীদের জামিন না দেওয়ার কথা বলা হলেও নানা কারণে আসামিরা জামিন পেয়ে যান। দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আইনের যেমন ফাঁকফোকর আছে, তেমনি রাষ্ট্রপক্ষ অধিকাংশ ক্ষেত্রে মামলার সাক্ষীদের হাজির করতে পারে না।

এই আইনজীবীর মতে, প্রসিকিউশন সংশ্লিষ্টদের মানব পাচার সম্পর্কে প্রশিক্ষণ প্রয়োজন, একই সঙ্গে মাঠ পর্যায়ে আইনপ্রয়োগকারী যেসব সংস্থা রয়েছে তাদেরও যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা দরকার। এছাড়াও আইনের ফাঁকফোকরগুলো চিহ্নিত করে সংশোধন করে আইনটিকে আরও যুগোপযোগী করা উচিত।

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ : বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ৩০ জুলাইকে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করে আসছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী পাচারের শিকার প্রতি তিনজনের একজন শিশু। তাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিশুদের ঘিরেই। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বাদ যাবেনা শিশুরাও’। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান।

পূর্বকোণ/এসএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST