ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ছাত্রলীগের সমাবেশে দুপক্ষের মারামারি, কঠোর বার্তা সভাপতির

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ১১, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এমন বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। নেতাকর্মীদের কঠোর বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এমন ঘটনা ঘটে।

জানা যায়, জনদুর্ভোগ পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমি কার্যক্রম সচল রাখা ও কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে নেতাকর্মীদের বক্তব্য চলাকালে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সেটি মারামারিতে রূপ নেয়। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হন।
 
ছাত্রলীগ সভাপতির বক্তব্যে সাদ্দাম হোসেন বিশৃঙ্খলাকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা স্লোগান বন্ধ করো। এখানে রাজনীতি করতে এসেছ, রাজনীতিটাই করো। সংগঠন কি মামাবাড়ির আবদার যে যা খুশি তা করবে? তোমাদের বসতে বলা হচ্ছে বসছ না, স্লোগান থামাতে বলা হচ্ছে থামাচ্ছে না। আমরা একটা সংকটময় পরিস্থিতিতে রয়েছি।’
 
তিনি আরও বলেন, ‘যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে তাহলে ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোরভাবে বলছি, সামনে, ডানে-বামে অনেক কিছু দেখছি। ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে সে যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST