ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশ সেরা শিক্ষিকা মুক্তা কুতুবদিয়ায় সংবর্ধিত

কুতুবদিয়া প্রতিনিধিঃ
জুলাই ১৭, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষকা নির্বাচিত হওয়ায় কুতুবদিয়া উপজেলায় শমসের নেওয়াজ মুক্তা সংবর্ধিত হয়েছেন।

শহীদ ফ্লাইট লেঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কাইছার সিকদারের সঞ্চালনায় ও মান্নানুর রহমান মানিকের সভাপতিত্বে বুধবার (১৭ জুলাই) সকালে অত্র বিদ্যালয়ের কম্পাউন্ডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হোসেন চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন , বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃ লীগ সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, ইউপি সদস্য সুজন সিকদার, এলজিইডি প্রকৌশলী কফিল উদ্দিন কবির, মৎস্য কর্মকর্তা রফিকুল আবেদিন, জাইকা প্রতিনিধি জামাল উদ্দিন, কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি শীল, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক/শিক্ষিকা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথি শমসের নেওয়াজ মুক্তা তাঁর সফলতার পেছনের গল্প, অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, এই অর্জন শুধু একজন শমসের নেওয়াজ মুক্তা’র নয় বরং এটা সারা কুতুবদিয়াবাসীর অর্জন। সারা দেশের সকল প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা চাট্টিখানি কথা নয়। তিনি আমাদের সকলের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন, এই দীর্ঘ পথচলা সহজ ছিল না। তাঁর সফলতার আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্যঃ শমসের নেওয়াজ মুক্তা পর্যায়ক্রমে দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সর্বশেষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষকা নির্বাচিত হন এবং চলতি বছরের ২৭ জুন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।

– টিটিএন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST