ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় কবরস্থানের রাস্তা নির্মাণে বাধা, আহত-৬

পেকুয়া প্রতিনিধিঃ
জুলাই ১৪, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় কবরস্থানের যাতায়াতের রাস্তা নির্মাণে বাধা দিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় মারপিটে ৬জন আহত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন, বারাইয়াকাটা এলাকার নুরুল আলম (৪৯), নজির আহমদ (৯৮), তার ছেলে বাদশাহ মিয়া (৫৫), জামাল হোসেন (৪২), আক্তার আহমদ (৫৬), ফুরুক মিয়া (৬৫)। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ বছর আগে দক্ষিণ বারাইয়াকাটা কাদেরিয়া জামে মসজিদ ও কবরস্থান নির্মিত হলেও কবরস্থানে যাতায়াতের রাস্তা ছিল না। স্থানীয় নুরুল আলম ও বাদশাহ মিয়া রাস্তার জন্য ২শতক জমি দান করেন।

গত ৪ দিন ধরে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির লোকজন সেখানে রাস্তা তৈরীর কাজ শুরু করেন। আহত নুরুল আলম বলেন, কবরস্থানে যাতায়াতে রাস্তা ছিল না। আমরা জায়গা দিয়েছি। এখন রাস্তা তৈরীতে বাধা দিচ্ছে। সকালে স্থানীয় আশরাফ আলী, আবুল বশর, মামুন, আলমগীরসহ ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জমির দাতা ও কমিটির ৬জন লোক আহত হন। হামলাকারীরা কবরস্থানের ঘেরাবেড়া ভাঙচুর করে। তারা কবরস্থানের জায়গা জবর দখল করতে চায়।

এ ব্যাপারে মো.ফোরকান বলেন, আমার জায়গার ওপর জোর করে রাস্তা নির্মাণ করছে। থানায় অভিযোগ দিয়েছি। এরপরেও তারা মানছেনা। মারপিট হয়নি।

পেকুয়া থানার উপপরিদর্শ (এসআই) ইসরাফিল বলেন, কবরস্থান হচ্ছে মানুষের শেষ ঠিকানা। কাগজপত্র সমস্যা থাকলে বসে সমাধান করার পরামর্শ দিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST