ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় গাছভর্তি দুটি গাড়ি জব্দ

admin
জুলাই ১১, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় দুটি ডাম্পার গাড়ি ভর্তি বিপুল পরিমান গাছ জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার থেকে এসব গাছ ও গাড়ি জব্দ করা হয়েছে । অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো.হাবিবুল হক।

জানাগেছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে দুটি ডাম্পার গাড়ি করে বিপুল পরিমান আকাশ মনি গাছ আরবশাহ বাজারের একটি করাতকলে নিয়ে আসছিল। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো.হাবিবুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বনবিভাগ। এসময় দুটি ডাম্পার গাড়ি ভর্তি গাছ জব্দ করা হয়েছে।

এ ব্যাপার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানায়, সংরক্ষিত বনবিভাগের গাছ পাচার করছিল একটি চক্র। আমরা অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার আকাশমনি গাছ ও পাচারকাজে ব্যবহৃত দুটি ডাম্পার গাড়ি জব্দ করি।

এসময় গাছের মালিক ও গাড়ির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারিনি। তবে গাছ ও গাড়িগুলো রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST