ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রবল বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, শিশু নিখোঁজ

বান্দরবান প্রতিনিধিঃ
আগস্ট ১, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃদ্ধি পাচ্ছে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি। তুমব্রু এলাকায় খালের প্রবল স্রোতে পাঁচ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

পাহাড়ি ঢলে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু খালের পানিতে তলিয়ে গেছে তুমব্রু বাজার। এছাড়া ঘুমধুম এলাকায় শতাধিক বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। প্রায় দুশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন ওই এলাকায়।

বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমব্রু এলাকায় খালের প্রবল স্রোতে পাঁচ বছরের একটি শিশু তলিয়ে গেলও এখনও তার লাশ খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে, লামার নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে। লামা-আলীকদম সড়কে পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বান্দরবান চিম্বুক থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউএনও মো. জাকারিয়া জানিয়েছেন, ঘুমধুম-তুমব্রু এলাকায় দু’শতাধিক পরিবার পানিবন্দী। অনেকে স্কুলসহ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। ওই এলাকায় কয়েকটি সড়ক তলিয়ে গেছে।

এদিকে, প্রবল বর্ষণের কারণে বান্দরবানের বেশ কয়েকটি জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটলেও এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST