ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের বৌদ্ধ বিহারে ধুতাঙ্গ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধিঃ
জুলাই ১৩, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ভ্রান্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধুতাঙ্গ ভান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে বিহারের একটি গুহার অংশ থেকে রোয়াংছড়ি থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু রহস্যজনক। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।

ওই বিহারের ভিক্ষুরা জানিয়েছেন, কয়েকদিন থেকে ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এখনও বিষয়টি জানা যায় নি।

বান্দরবানের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ জানান, বৌদ্ধ ভিক্ষু ধুতাঙ্গ ভান্তে খুব ভোরে ঘুম থেকে উঠেন। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পাওয়ায় বিহারে অবস্থানকারী অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। বৌদ্ধ ভিক্ষু ওই বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন। তবে ওই অংশে পিছন দিক দিয়ে লোকজন ঢুকতে পারে এমন কথাও জানিয়েছেন সেখানকার লোকজন।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য জানান, গলায় রশি দেয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। পা মাটিতে লাগানো অবস্থায় থাকায় তাকে হত্যা করা হতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে বৌদ্ধ ভিক্ষুকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল একটি মহল।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করেছেন। কি কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST