ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার পুকুর থেকে অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ১২, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসার পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৬ বছর।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী ৬৪ নম্বর ওয়ার্ডের কাঠেরপুলের মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ বিকেলের দিকে স্থানীয় এলাকাবাসী পুকুরে মরদেহটি ভাসতে দেখে। পরে আমাদের খবর দিলে ওই মাদ্রাসার পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। এ সময় ওই কিশোরের পরনে ছিল কালো প্যান্ট।’

এসআই নূর মোহাম্মদ আরও বলেন, ‘ওই কিশোরের মরদেহ দেখে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি দুয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই কিশোরের নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তি সহায়তায় তাঁর নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু–বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST