ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কক্সবাজার
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গোপালগঞ্জ
  13. চাকরি
  14. জাতীয়
  15. ত্বথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাত সকালে বৃষ্টিতে ডুবল ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই ১২, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছুটির দিন সকালে ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর ঢাকার বিভিন্ন অঞ্চল। পূর্বাভাস বলছে, বৃষ্টি হতে পারে শুক্রবার সারাদিন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সাথে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস।

তবে ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। এর মধ্যেও যারা বের হয়েছেন, তারা ছাতা মাথায় না-হয় ভিজে ভিজে গন্তব্যে যা্চ্ছেন।

ভারী বৃষ্টিতে রাজধানীর নীচু এলাকাগুলোতে পানি জমতে দেখা গেছে। শান্তিনগর, কাকরাইল, মালিবাগ, বেইলি রোড, মধুবাগ, রামপুরা, মগবাজার, কারওয়ান বাজার, শ্যাওড়া পাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে।

সারা দেশেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দিনভর সারা দেশেই বৃষ্টি হতে পারে। এরমধ্যে সিলেট, ময়মনসিংহসহ ৪ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবারের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

এদিকে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৩৪ মিলিমিটার। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST